নাসিমের মৃত্যু ‘অপূরণীয় ক্ষতি’

Former health minister Nasim passes away | The Business Standard

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুকে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনৈতিক ধারার জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন চট্টগ্রাম আওয়ামী লীগ, ১৪ দল ও মহিলা আওয়ামী লীগের নেতারা।
পৃথক শোক বার্তায় দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির রাজনৈতিক বিকাশে মোহাম্মদ নাসিমের ভূমিকা স্মরণ করেছেন তারা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ব্রেইন স্ট্রোক হয়েছিল ৭২ বছর বয়সী নাসিমের। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার সকালে মারা যান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এক শোকবার্তায় বলেন, জাতির জনককে হত্যার পর যখন মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত, আওয়ামী লীগ যখন বিপন্ন, তখন মোহাম্মদ নাসিম জেল-জুলুম-নির্যাতনের মুখোমুখি হয়ে সাহসী ও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

“১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর তিনি যখন দলের হাল ধরেন, তখন মোহাম্মদ নাসিম তার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে সংগঠনের অস্তিত্ব পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।”

সে সময় দলের সভানেত্রীর নির্দেশনায় চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় মোহাম্মেদ নাসিমের ভূমিকা স্মরণ করে বিবৃতিতে বলা হয়, “বিশেষ করে চট্টগ্রামের দলীয় রাজনৈতিক নেতৃত্বের কাছে তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন।”

চট্টগ্রাম-৯ আসনের সাংসদ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এক শোক বার্তায় বলেন, “জননেতা মোহাম্মদ নাসিম মুক্তিযুদ্ধের চেতনার আদর্শিক পুরুষ। দলের দুঃসময়ের এই সাহসী কাণ্ডারী মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তির উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

“তিনি ছিলেন আমার পিতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর একজন সাথী ও সারথী। তার নির্দেশনায় এক কঠিন সময়ে আমার বাবা চট্টগ্রামে ১৪ দলের রাজনৈতিক মঞ্চকে সক্রিয় রেখেছিলেন।”

১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছেন ১৪ দলের চট্টগ্রামের নেতারা।

তাদের এক শোকবার্তায় বলা হয়, “মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের রাজনৈতিক শক্তির একজন আদর্শিক স্তম্ভ। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তির বিনাশে তিনি মাঠে ময়দানে ১৪ দলকে সক্রিয় রেখেছেন। বিশেষ করে চট্টগ্রামে এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ১৪ দলের ভিত্তিকে সুদৃঢ় করার জন্য সব সময় আমাদের অভিভাবক হিসেবে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।”

চট্টগ্রামের মাটি ও মানুষ ‘এই বরেণ্য রাজনীতিবিদকে চিরদিন স্মরণ করবে’ বলেও তারা উল্লেখ করা হয় বিবৃতিতে।

১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক শরীফ চৌহান, উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেন, দক্ষিণ জেলা জাসদের সভাপতি নুরুল আলম মন্টু, ন্যাপের বাপন দাশ গুপ্ত, কেন্দ্রীয় ন্যাপ নেতা মিটুল দাশ গুপ্ত, সাম্যবাদী দলের আহ্বায়ক অমূল্য বড়ুয়া, গণতন্ত্রী পার্টির স্বপন সেনসহ নেতারা শোক বার্তায় সই করেছেন।

নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামও এক বার্তায় মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন এক শোকবার্তায় বলেন, মোহাম্মদ নাসিম আওয়ামী ঘরানার জাতীয় রাজনীতিতে এক আপসহীন ও ত্যাগী ব্যক্তিত্ব। দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে শত নির্যাতন ও নিপীড়নের মুখেও তিনি মাথা নত করেননি।

“দেশ, জাতি ও দলের জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, তার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”

Post a Comment

0 Comments