২২০ টাকার স্যাভলন ৫০০ টাকা!

Savlon Antiseptic Liquid 500ml | Kasha
দ্বিগুণের বেশি দামে স্যাভলন বিক্রি করায় জরিমানা গুণতে হয়েছে চট্টগ্রামের কয়েক বিক্রেতাকে।
রোববার নগরীর রেয়াজউদ্দিন বাজারে ক্রেতা সেজে বাজারে ঘুরে অতিরিক্ত দাম আর নকল স্যাভলন, স্যানিটাইজার বিক্রির প্রমাণ পেয়েছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুরে ক্রেতা সেজে তিনি রেয়াজউদ্দিন বাজারের কয়েকটি দোকানে যান স্যাভলন, স্যানিটাইজারের দাম যাচাই করতে। সেখানে গিয়ে দ্বিগুণের বেশি দামে স্যাভলন বিক্রির প্রমাণ পান তিনি।

“টানা কয়েকদিন বিভিন্ন স্থানে অভিযান চালানোর পরও এসব বিক্রেতা অতিরিক্ত দামে স্যাভলন বিক্রি করছেন। তারা ২২০ টাকা মূল্যের এক লিটার স্যাভলন ৫০০ টাকা এবং ৪৪ টাকা দামের ১০০ এমএল স্যাভলন ১২০ টাকা দাবি করছে। পাশাপাশি বিভিন্ন দোকানে নকল স্যানিটাইজার বিক্রিরও প্রমাণ পেয়েছি।

পাঁচটি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় রূপসজ্জা কসমেটিক্স থেকে ২০ হাজার, রফিক কসমেটিক্স থেকে ১০ হাজার, হক ক্যাপ হাউস ও ইলিয়াছ কালেকশন থেকে পাঁচ হাজার করে এবং রাশেদ ক্যাপ হাউস থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

Post a Comment

0 Comments